Logo
Logo
×

বলিউড

‘ম্যায় হুঁ না’ সিনেমার সেটে সুস্মিতার কাছে কেন ক্ষমা চেয়েছিলেন ফারাহ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৬:৪১ পিএম

‘ম্যায় হুঁ না’ সিনেমার সেটে সুস্মিতার কাছে কেন ক্ষমা চেয়েছিলেন ফারাহ

নব্বই দশকের শেষদিকে বলিউডে পা রাখেন সুস্মিতা সেন। ‘বিবি নম্বর ১’, ‘আঁখে’, ‘সময়: হোয়েন টাইম স্ট্রাইক্স’-এর মতো ছবিতে কাজ করে অভিনেত্রী হিসেবে নিজের জায়গা তৈরি করার পরে শাহরুখ খানের সঙ্গে ‘ম্যায় হুঁ না’ ছবিতে জুটি বেঁধেছিলেন সুস্মিতা। 

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হুঁ না’ সিনেমার একটি দৃশ্য হিন্দি সিনেমাপ্রেমীদের সবারই পরিচিত। শিফন শাড়ি পরে হেঁটে আসছেন সুস্মিতা সেন। হাঁটু গেড়ে বসে দুই হাত ছড়িয়ে সিগনেচার পোজে শাহরুখ খান। এরপর গাইলেন ‘হাম কিসি সে কাম নেহি’র ‘চান্দ মেরা দিল’। 

শাহরুখের মতো তারকার বিপরীতে অভিনয়, তারপরও নিজের চরিত্রে সাবলীল ও সপ্রতিভ ছিলেন সুস্মিতা। 

এই অভিনেত্রী সম্প্রতি তার একটি বিশেষ অভিজ্ঞতার কথা জানালেন। ছবিতে কাজ করতে গিয়ে একটি বিশেষ ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। এতদিন পর সেই ঘটনা প্রকাশ্যে আনলেন। জানালেন এ ছবির সেটে ফারাহ খান নাকি তার কাছে ক্ষমা চেয়েছিলেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে- ‘ম্যায় হুঁ না’ ছবিতে সুস্মিতা সেনের চরিত্রের নাম ছিল চাঁদনি চোপড়া। চরিত্রটা ছোট হলেও বেশ সুন্দর এবং ক্ষমতাশালী ছিল। 

সম্প্রতি তিনি জানালেন ফারাহ খান নাকি ছবিটির জন্য তার কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু কেন? কারণ সুস্মিতার চরিত্রটা অনেক কম ছিল তাই। যদিও দর্শকরা চরিত্রটাকে এত ভালোবাসা দিয়েছিলেন যে, সেটা মনে হয়নি আর পরবর্তীকালে। প্রাথমিকভাবে পোস্টারেও শাহরুখ, অমৃতা রাও এবং জায়েদ খানের ছবি ছিল। কিন্তু ছবি মুক্তির পর বাদশার পাশাপাশি চর্চায় উঠে আসেন সুস্মিতা।

হিউম্যানস অব বম্বেকে দেওয়া একটি সাক্ষাতকারে অভিনেত্রী বলেন, ‘ফারাহ খান আমায় ডাকেন এবং বলেন সুস আমি ফাইনাল এডিটটা দেখলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। শাহরুখ ছাড়াও অমৃতা, জায়েদের চরিত্রটা বড় হলেও তোমাকে সেই অর্থে দেখাই যায়নি। আমি তখন ওকে বলি ঠিক আছে ফারাহ। আমাদের একটা চুক্তি হয়েছিল সেই অনুযায়ী তুমি তোমার কথা রেখেছ, আমি আমার কথা রেখেছি। ব্যাস। এখন কাজটা হয়ে গিয়েছে আর এটা নিয়ে চিন্তা করো না।’

সুস্মিতাকে শেষবার ‘তালি’ ছবিতে দেখা গিয়েছে। এখানে তিনি তৃতীয় লিঙ্গের একজন হয়ে ধরা দিয়েছেন, বলা ভালো রূপান্তরকামী অ্যাক্টিভিস্ট শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম