Logo
Logo
×

বলিউড

সিঙ্গেল মাদার হচ্ছেন কারিনা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৫:৫৯ পিএম

সিঙ্গেল মাদার হচ্ছেন কারিনা!

ফাইল ছবি

বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে ওটিটি প্লাটফর্ম। দর্শকের আগ্রহের কথা ভেবে অনেক তারকাই এখন ওটিটিতে কাজ করছেন। বাঙালি চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষের হাত ধরে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে। শুক্রবার প্রকাশিত হয়েছে সেই ওয়েব ফিল্মের টিজার! সিনেমার নাম ‘জানে জান’। এ সিনেমায় কারিনাকে সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে।

জানা গেল, কারিনা এ সিরিজে সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করেছেন। যাকে কেন্দ্র করে রটানো হয়েছিল অভিনেত্রীর বিচ্ছেদের গুঞ্জন। সেই গুঞ্জনের অবসান ঘটল ওয়েব ছবি ‘জানে জান’-এর টিজার প্রকাশের পর।

টিজার প্রকাশের আগ পর্যন্ত কারিনাও বিচ্ছেদ রটনা নিয়ে মুখ খোলেননি। তাই প্রকৃত ঘটনা ছিল অনেকেরই অজানা, যার সুবাদে বিচ্ছেদের খবর তিল থেকে তাল বানিয়ে ফেলতেও সময় লাগেনি নেটিজেনদের। তবে এসব বিষয় দূরে ঠেলে কারিনা শুধু ‘জানে জান’নিয়েই মুখ খুলেছেন।

কারিনা বলেন, ২৩ বছরের অভিনয় জীবনে প্রথম ওটিটিতে কাজ করলাম। যদিও সমসাময়িক অনেকে আগেই এ মাধ্যমে পা রেখেছেন। তারপরও স্রোতে গা ভাসাতে চাইনি। গল্প ও চরিত্রে ভিন্নতা খুঁজে পেয়েছি বলেই এই মাধ্যমে কাজ করা। আমার বিশ্বাস, ‘জানে জান’ অনেকের মনে ছাপ ফেলবে।

আগামী ২১ সেপ্টেম্বর কারিনা কাপুরের জন্মদিন উপলক্ষে নেটফ্লিক্সে ছবিটি মুক্তি দেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম