Logo
Logo
×

বলিউড

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় আইনি নোটিশ উরফিকে!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৮:৪৭ পিএম

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় আইনি নোটিশ উরফিকে!

উরফি জাভেদ কাউকে পরোয়া করার পাত্রী নন। অভিনয়ের খাতিরে কি নিজের স্বত্বা বিসর্জন দেওয়া সম্ভব? এমনই এক ঘটনা ঘটেছিল তার জীবনে। একটি ওয়েব সিরিজে ঘনিষ্ঠ হতে রাজি না হওয়ার আইনি নোটিশ পেয়েছিলেন তিনি।  

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে- একটি ওয়েব সিরিজের জন্য ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব পান উরফি। কিন্তু সেই সময় এ ধরনের ঘনিষ্ঠ অভিনয়ে প্রস্তুত না থাকায় উরফিকে প্রায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠায় একটি চ্যানেল। সেই সময় খানিকটা ভয় পেলেও এখন আর কাউকে পরোয়া করেন না তিনি। বরং সেই দিনের ওই ভয়ই নাকি তৈরি করেছে আজকের নির্ভীক উরফিকে।

উরফি বলেন, ‘আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকেই হেনস্তা হতে হয়। প্রায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠানো হয় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি না হওয়ার কারণে। সেই সময় ভয় পেয়েছিলাম। এখন ভাবি, সেই দিনের ঘটনাই আজকের আমাকে তৈরি করেছে। আর এখন নিত্যদিন হাজারটা আইনি নোটিশ পাই। যদি সেদিন ভয় পেয়ে লুকিয়ে থাকতাম, তবে সারা জীবন ভয়ে ভয়ে থাকতে হতো। আমার মনে হয়, আমার জীবনে যা কিছু ঘটেছে তা আজকের এই মানুষটাকে তৈরি করেছে।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম