Logo
Logo
×

বলিউড

সম্পর্কের ইতি টেনে ফের একসঙ্গে তারা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৮:০৫ পিএম

সম্পর্কের ইতি টেনে ফের একসঙ্গে তারা!

ফাইল ছবি

বলিউডের অন্যতম প্রেমিক যুগল ছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। তাদের মধ্যে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিল। তবে কখনো তারা সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। অফিসিয়ালি ঘোষণা না করলেও তাদের প্রেমের গল্প সবারই জানা। নানা সাক্ষাতকারে সেই সম্পর্কের কথা সামনেও এসেছিল। গত বছরের শুরুতেই সম্পর্কের ইতি টেনেছেন তারা।

হঠাৎ করেই বদলে গেল হিসাব। দীর্ঘ এক বছর পর একসঙ্গে দিল্লি উড়ে গেলেন টাইগার-দিশা, রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দেন দুজনে। শুধু এক প্লেনে যাওয়াই নয়, অনুষ্ঠানে একসঙ্গেই হাজির হন তারা। পাশে বসে গল্প-গুজবও করলেন। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড তারকা টাইগার শ্রফ ও দিশা পাটানির মধ্যে ছয় বছরের সম্পর্ক ছিল। দিল্লিতে এক অনুষ্ঠানে হাজির হন তারা। বেগুনি রঙের ক্রপ টপ এবং সাদা প্যান্টে সেজেছিলেন দিশা। টাইগারের দেখা মিলল ব্ল্যাক টি-শার্ট আর ম্যাচিং প্যান্টে। অনুষ্ঠানে পাশাপাশি বসে গল্প করলেন তারা। এতে হাজির ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফ এবং বোন কৃষ্ণা শ্রফও। 

গত মাসেই দিশার জন্মদিনে টাইগার লেখেন- ‘সেরা সময় কাটুক। ডানা মেলে এভাবেই উড়তে থাকো, ভালো থেকো, হাসতে থেকো। শুভ জন্মদিন’।
জানা যায়, প্রেম ভাঙলেও এখনো বন্ধুত্ব টিকে রয়েছে টাইগার-দিশার।

একসঙ্গে ‘বাগি ২’, ‘বাগি ৩’ ছবিতে কাজ করেছেন টাইগার-দিশা। একটি মিউজিক ভিডিওতেও একসঙ্গে দেখা মিলেছে দুজনের।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম