
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম
নির্বাচনের প্রস্ততি হিসেবে ৯০ শতাংশ কাজ করে রেখেছে বিএনপি : দুদু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০২:৩৬ এএম

আরও পড়ুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘গত ১৬ থেকে ১৭ বছর ধরে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রত্যাশায় পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে বিএনপি। নির্বাচন ঘোষনা হলেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, আমরা তো তৈরি। যে মুহূর্তে সরকার নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করবে, সেই মুহূর্তে আমরা নির্বাচনমুখী যেসব তৎপরতা যেমন-মনোনয়ন বোর্ড গঠন, প্রার্থীদের সাথে সাক্ষাৎ করা-এই কাজগুলো শুরু হবে। কারণ বৃহৎ পার্টি হিসেবে অতীতে একাধিবার ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচন করেছে, আগামী দিনেও ভোটের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে-এই প্রত্যাশায় নির্বাচনি প্রস্তুতি হিসেবে যেই কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলো বিএনপি ৮০ থেকে ৯০ শতাংশ করে রেখেছে। প্রায় ১০ ভাগ কাজ বাকী রয়েছে-সেই কাজগুলো আমরা করে ফেলতে পারবো।’
শনিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় দিনাজপুরে বিএনপির এক যৌথ সভার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
দিনাজপুর সদর উপজেলার দ্যা গ্রান্ড দাদুবাড়ী নামে একটি বেসরকারি রিসোর্ট মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, একটা জালিম দানবীয় সরকারকে আমরা বিদায় করেছি, খুনি লুটেরা, বাংলাদেশের সংবিধানকে বলা যায় বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। সেই শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি সাত আট মাস আগে।
এর আগে ১৫-১৬ বছর বিএনপিসহ অন্যান্য রাজনীতিক দল আন্দোলন করেছে। আন্দোলন করতে গিয়ে অসংখ্য শহিদ হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন। আমাদের নেত্রী ৬টি বছর জেলে ছিলেন। আমাদের তারেক রহমান ১৫-১৬ বছর নির্বাসনে কাটাচ্ছেন। আমাদের অনেক নেতা-কর্মী ফাঁসির মুখোমুখি হয়েছেন। ফাঁসি হয়েছে। ৬০লাখ আসামি। অনেক দিন পর দিন জেল খেটেছে। গণতন্ত্রের প্রত্যাশায় তারা জেল খেটেছে।
তিনি বলেন, লড়াই শেষ হয়নি। যতদিন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারবো ততদিন আমাদেরকে রাজপথে থাকার জন্য চেষ্টা করতে হবে। রাজপথে মীমাংসা করতে হবে। সেই ভোটাধিকার এখনো আমরা পাইনি। ড. ইউনূস সাহেব কথা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে বা তারপরে দুই এক মাসের মধ্যে তিনি একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেবেন আমরা সে কথাটা বিশ্বাস করতে চাই এবং সেই সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করি। যত তাড়াতাড়ি সম্ভব এই রোডম্যাপ পূরনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন পর্যন্ত সংকট কাটবে না। সংকট কাটানোর জন্য নির্বাচিত ব্যক্তিত্ব দরকার। আমরা বলেছি এই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, সে তার পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায়। এ ব্যাপারে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা আরও উন্নত করতে চাই। আমরা ৩১ দফার মধ্য বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্র বানাতে চাই। সেজন্য আমাদের আন্দোলন চলছে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে।
ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, কৃষক-শ্রমিক মেহনতি মানুষকে আমরা একটি নিশ্চিত জীবন দিতে চাই। লক্ষ কোটি শিক্ষিত বেকার তাদের সুযোগ সৃষ্টি করতে চায়। বিএনপি আগামী দিনে যদি রাষ্ট্র ক্ষমতায় যদি যায় এক থেকে দেড় বছরের মধ্যে কোটি মানুষের কাজের সংস্থান বিএনপি করতে চায়। এটা আমাদের মূল লক্ষ্য।
সভায় প্রধান বক্তা ছিলেন-বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সহসাংগঠননিক সম্পাদক অধ্যাপক মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুক্তরাজ্য বিএনপি’র সহসভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সদস্য আখতারুজ্জামান মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলমসহ দিনাজপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যৌথ সভায় বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ।