
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৪:২০ পিএম
মানুষ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়: আমিনুল হক

মো. তারেক রহমান, উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:১৯ পিএম

আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারকে বিলম্ব না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারই একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে পারে।
আজ (সোমবার)
দুপুরে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আমিনুল
হক অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী নির্বাচনকে পেছানোর জন্য নানা
ইস্যু তৈরির চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায়
এবং দেশের মানুষ সুন্দর নির্বাচনের মাধ্যমে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।
গেল ছয় মাসে
অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেনি বলে দাবি করেন তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার
বাস্তবায়নই পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে পারে।
এ সময় তিনি নিরীহ
গাজাবাসীর ওপর জায়নবাদি ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও গণহত্যার নিন্দা জানিয়ে সবাইকে ইসরাইলি
পণ্য বয়কট করার আহবান জানান এই নেতা।
এই ঈদ পুনর্মিলনী
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা
জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, বিএনপি
নেতা আফাজ উদ্দিন, হেলাল তালুকদারসহ বিভিন্ন থানা ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা।