
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০২:৫৯ এএম
আ.লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়: খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:১৩ পিএম
-67eeb3b44fc62.jpg)
আরও পড়ুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়। এটা হলো রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেব না।
বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি খায়ের ভূঁইয়া বলেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়া এ সরকারের দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহম্মদ, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ চৌধুরী, সদস্য সচিব সফিকুল আলম আলমাস, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।
এদিকে একইদিন লক্ষ্মীপুর সদর উপজেলা জেএম হাট উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়ের ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ সারা দেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করেছে। এখন কারও হদিস নেই।
তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যত নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে।
উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।