
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সব যড়যন্ত্র রুখে দিতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পিএম

আরও পড়ুন
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ছাত্র-জনতার অনেক রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন প্রয়োজন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে কোনো ষড়যন্ত্র বা বাধা বরদাশত করা হবে না।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো যড়যন্ত্র রুখে দিতে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে ভাগ্যহত মানুষের সেবার মাধ্যমে গণঅভ্যুত্থানের সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত।
বুধবার দুপুরে পাবনা শহরতলীর কুঠিপাড়া ঈদগাহ ময়দানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদপরবর্তী মতবিনিময় সভায় শামসুর রহমান শিমুল বিশ্বাস এসব কথা বলেন।
বিএনপি নেতা একেএম মুসার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, তৌফিক হাবিব, রেহানুল ইসলাম বুলাল, সাব্বির রহমান বাচ্চুসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে আগত নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।