
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:১৬ পিএম
-67cc6d5da62ba.jpg)
আরও পড়ুন
দেশে নারী নির্যাতন ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কার্যকর কোনো ভূমিকা নেই, চুপচাপ রয়েছে- এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ সহস্রাধিক নারী নেত্রী অংশ নেন।
সেলিমা রহমান বলেন, দেশে ‘মব জাস্টিস’র নামে যে অরাজকতা চলছে, তা ঠেকাতে অন্তর্র্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি। ৫ আগস্টের বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ, ছাত্র-জনতা তাদের বুকের রক্ত দিয়ে যে স্বাধীনতা এসেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে; সেখানে কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে। বাসে ও পথেঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। সরকার অনেক ভালো ভালো কথা বললেও কোনো বিষয়ে জরুরি সিদ্ধান্ত নিতে পারছে না।
সেলিমা রহমান বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তারপরও আমরা এখনো পুরুষতান্ত্রিক মনোভাবে রয়েছি। জুলাই আন্দোলনে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিগত দিনে নারী নিপীড়নকারীদের পুরস্কৃত করেছে শেখ হাসিনার সরকার। আমরা আশা করেছিলাম, এই সরকার নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেবে। কিন্তু সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।