
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ এএম
রাজধানীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ গোলাম মাওলা
ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণ থেকে সরিয়ে রাখা যাবে না

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৬:৩৬ পিএম

আরও পড়ুন
ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আর গুজব ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন।
তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বিগত দিনে ফ্যাসিবাদ সরকারের অকথ্য নির্যাতনের মধ্যেও জনগণের ভালোবাসায় এই দল টিকে আছে। আগামীতেও এই দল দেশের আপামর মানুষের ভালোবাসা, আকুণ্ঠ সমর্থন নিয়ে সবার হৃদয়ে অবস্থান করবে।
শনিবার বিকালে রাজধানীতে যুবদল নেতাকর্মীদের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফকিরাপুল থেকে শুরু হয়ে দৈনিক বাংলা, বায়তুল মোকাররম পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে গোলাম মাওলা শাহীন বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ ও তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী ও এজেন্সি এই অন্তর্বর্তী সরকারের মাঝখানে ঢুকে গেছে। তারা জাতীয় নির্বাচনকে নিয়ে যড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে।
অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের ভাষা বুঝে দ্রুত সময়ের ভেতরে একটা নির্বাচন দিন। যে নির্বাচনের মাধ্যমে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো পরিপূর্ণভাবে মেরামত করতে পারবে।