Logo
Logo
×

সারাদেশ

১৪ বছর পর রামগতি-কমলনগর যুবদলের কমিটির গঠন

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম

১৪ বছর পর রামগতি-কমলনগর যুবদলের কমিটির গঠন

দীর্ঘ ১৪ বছর পর লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রশিদুল হাসান লিংকন ও সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা ইউছুফ পাটোয়ারীকে আহ্বায়ক ও আবু সায়েদ দোলনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমলনগর উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আর রামগতি উপজেলার যুবদলের আহ্বায়ক করা হয়েছে মো. শিবলী নোমানকে। এতে সদস্য সচিব করা হয়েছে শিব্বীর আহমেদকে। কমলনগরের মতো রামগতিতেও ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছে জেলা যুবদল।

রেজাউল করিম লিটন বলেন, ‘তিন মাসের জন্য কমলনগর ও রামগতি উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম