Logo
Logo
×

রাজনীতি

বিভিন্ন জনসভায় বিএনপি নেতারা

সংবিধান সংশোধন করবে নির্বাচিত জনপ্রতিনিধি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৪ এএম

সংবিধান সংশোধন করবে নির্বাচিত জনপ্রতিনিধি

ছবি: সংগৃহীত

সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা ও জনজীবনে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই নির্বাচিত সরকার প্রয়োজন। এজন্য নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধন করা যায় না। এজন্য এ বছরের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে। বুধবার খুলনা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও লালমনিরহাটসহ পাঁচটি জেলায় পৃথক জনসভায় বিএনপি নেতারা এসব কথা বলেন। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারও সুযোগ নেই বলেও তারা মন্তব্য করেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আয়োজন করা হয়।

খুলনা : শহিদ হাদিস পার্কে খুলনা জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কেউ সংবিধান সংশোধন করতে পারে না। সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা এবং জনজীবনে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংস্কার অর্ধেক হয়ে গেছে। বাকিতে সংস্কার করতে দুই-তিন মাস সময় লাগতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদি-মধ্যমেয়াদি সংস্কারে যে কথা বলা হচ্ছে তা একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। তাই এ বছরের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।

সিরাজগঞ্জ : ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারও চান্স (সুযোগ) নেই। তিনি বলেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন। ১৬ বছরে দেশের অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় আয়োজিত জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদার, নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, কণ্ঠশিল্পী কনকচাঁপা প্রমুখ।

লালমনিরহাট : রেলওয়ে মুক্তমঞ্চে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ সরকারের দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু তারা তা না করে সকাল-বিকাল সংস্কারের জারি গান শোনাচ্ছে। তিনি বলেন, আমরা এক দফার আন্দোলন করেছি-এর মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন। জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রাজিব হাসান প্রমুখ।

সুনামগঞ্জ : শহরের পুরাতন বাস স্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সংস্কার করবেন করেন-তবে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করেন। অনতিবিলম্বে সাধারণ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। তিনি বলেন, কোনো ধরনের দুষ্কৃতকারী যেন দলে ঢুকতে না পারে। এমন কোনো কাজ করবেন না যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ-সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিফতা সিদ্দিকী। বক্তব্য দেন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।

জামালপুর : সদরের দিগপাইত মোড়ে সদর উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, বিএনপির বিদেশি কোনো প্রভু নেই, বিএনপির শক্তি হচ্ছে উপরে আল্লাহ আর নিচে জনগণ। জনগণের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে শহিদ জিয়ার সৈনিকদের সচেতন থাকতে হবে। জনসভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম