ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: হাফিজ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
![ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: হাফিজ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/Major-Hafij-67a4dceb1a473.jpg)
ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এ দেশকে অস্থিতিশীল করতে, এ দেশকে ধ্বংস করতে যেটুকু বাকি রেখেছেন, সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে ফ্যাসিস্ট দলকে (আওয়ামী লীগ) নিয়ে মাঠে নামতে চান। এখন অবিলম্বে বাংলাদেশে সব দেশপ্রেমিক শক্তির ঐক্য প্রয়োজন। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। বিশেষ করে যে ছাত্র সমাজ জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের এবং হাসিনাবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে চাই।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের উদ্যোগে ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় মেজর হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন।
ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বুধবার যে ঘটনা ঘটেছে তা এখনো চলমান, সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই। এতে সরকারের কী ভূমিকা ছিল সেই তথ্যও নেই। আমরা আশা করব, অল্প সময়ের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এজন্য দায়ী, এ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেলে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জনগণের সামনে প্রকাশ করব। অপূর্ণ তথ্য নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়।
মেজর হাফিজ বলেন, আমরা ধারণা করছি, এগুলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, যা আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সেজন্য কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারেন। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কি না, তা জানার চেষ্টা করব।
তিনি বলেন, এখন নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে। সুতরাং একটি মহল চেষ্টা করছে এই নির্বাচনকে যত দীর্ঘায়িত করা যায়। বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য কেন নির্বাচন দীর্ঘায়িত করা হবে এটি আমরা বুঝতে অক্ষম।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও সহসভাপতি ইশতিয়াক আহমেদ বাবলুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, তাঁতী দলের মনিরুজ্জামান মুনির প্রমুখ।