Logo
Logo
×

বিএনপি

ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের খোঁজ নিলেন তারেক রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের খোঁজ নিলেন তারেক রহমান

ডেঙ্গুজ্বরে আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে বৃহস্পতিবার বিকালে তারেক রহমানের পক্ষ থেকে দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিবেদক আরিফ সাওনকে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে সাওনকে উপহার দেওয়া হয়। 

ডা. রফিকুল ইসলাম কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে সাওনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং তা তারেক রহমানকে অবহিত করেন তিনি।

এ সময় ডা. এসএম ইউনুস আলী, ডা. জাহাঙ্গীর হোসেন এবং ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ, আরিফ সাওন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক।গত ২৪ নভেম্বর তার ডেঙ্গু ধরা পড়ে। পরদিন রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।বুধবার তার প্লাটিলেট নামে ৩৩ হাজারে। এখনও তিনি শঙ্কামুক্ত নন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম