আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
রোববার দুপুর দেড়টায় তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় ঢাবি ছাত্রদল।
বিক্ষোভ মিছিলে যোগ দেন ঢাবি ছাত্রদল ও বিভিন্ন হল ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাবি ছাত্রদল যে ৩ দাবি জানিয়েছে, সেগুলো হলো- ১. বিদেশের মাটিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাবি আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের ওপর হামলা এবং হেনস্তা করার অপচেষ্টাকারী পলাতক দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা। ২. নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সব অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা। ৩. বিগত আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সব মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা।