জাতীয় পার্টির রাজনীতি নিয়ে যা বললেন ছাত্রদল সম্পাদক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ৫ আগস্টের পর প্রেক্ষাপট ফিরেছে সুস্থ রাজনীতির ধারা। স্বাভাবিক রাজনীতিতে সুন্দর পরিবেশে ফিরে এসেছে। এ সময় জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়াকে স্বাভাবিক শৃঙ্খলা বিনষ্ট করা হচ্ছে বলে মনে করছি। জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়ার বিষয়টিকে অন্যদিকে প্রবাহিত করার পাঁয়তারা চালাচ্ছে। জাতীয় পার্টির রাজনীতি করবে কী না করবে, সেটা জনগণই ঠিক করবে। নির্বাহী আদেশে রাজনীতি বন্ধ করলে দেশে নতুন একটা সংকট দেখা দিতে পারে।
রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সরকারি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন নাসির বলেন, শিক্ষার্থীরাই ঠিক করবে ছাত্রদলের রাজনীতি কেমন হবে। তাদের মতামত নিতে আমি চুয়াডাঙ্গা ও দর্শনা সরকারি কলেজ এসেছি। ছাত্রছাত্রীরা জঙ্গি সংগঠন ছাত্রলীগের মতো খুন গুম, ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারিত্ব টেন্ডারবাজি ও মাদক ব্যবসায়ীদের রাজনীতি চায় না। তারা চাচ্ছে সুন্দর সুষ্ঠু বৈষম্যহীন অংশীদারিত্ব ধারার রাজনীতি। যেখানে নারী ও পুরুষ সমানভাবে অংশগ্রহণ করবে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে সম্প্রতি যেসব অনৈতিক মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ করছি। বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ায় বিভিন্ন বিভ্রান্তিমূলক জঙ্গি রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করে ষড়যন্ত্র করছে।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর বুয়েট কর্তৃপক্ষ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তারই প্রতিফলন হিসেবে জঙ্গি সংগঠন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করেছে এটাকে আমরা সাধুবাদ জানাই। মেধার ভিত্তিতে ছাত্রদলের রাজনীতি গড়ে উঠেছে। মেধাবী রাজনীতিতে সবার অংশীদারিত্ব নিশ্চিত করতে চাই।
এ সময় তিনি দর্শনা সরকারি কলেজ চত্বরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে বৃক্ষরোপণ করে এবং দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলামসহ কলেজের শিক্ষকদের সঙ্গে শিক্ষার মান উন্নতি করার লক্ষ্যে আলোচনা করেন।
পরে দর্শনা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শহিদ জিয়ার আদর্শ মেনে চলতে হবে। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা মেনে সৎ আদর্শময় রাজনীতি করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, সাধারণ সম্পাদক মমিন মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফজলুর রহমান, সদস্য সচিব পলাশ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন মোফা, যুগ্ম আহবায়ক হোসাইন, পাপ্পু, আসিফ হোসেন, রাজু আহমেদ, আব্বাস হোসেন প্রমুখ।