রাজনীতি ফুটবল খেলাকে ধ্বংস করেছে: মেজর হাফিজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
‘রাজনীতি ফুটবল খেলাকে ধ্বংস করেছে’ এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর আরামবাগে সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। এই ক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন মেজর হাফিজ। দীর্ঘদিন পর ক্লাবে যান তিনি।
মেজর হাফিজ বলেন, খেলাধুলার কেনো আগ্রহ নেই। কেনো মান কমে যাচ্ছে। আমি মনে করি, রাজনীতিই ফুটবল খেলাকে ধ্বংস করেছে। রাজনীতিতে যেমন দুর্বৃত্তায়ন ক্রীড়াঙ্গনেও দুর্বৃত্তায়ন হয়েছে। সে কারণে ক্রীড়াঙ্গনের আজকে এই দৈন্যদশা।
তিনি বলেন, আমি প্রথমেই অভিনন্দন জানাই নারী ফুটবল দলকে। যারা সাফ বিজয়ী হয়েছে দ্বিতীয়বারের মত। যেখানে ছেলে টিম কিছুই করতে পারে না, সেখানে মেয়েদের টিম আমাদের জন্য বিজয়মাল্য নিয়ে এসেছে। সেজন্য তাদের অভিনন্দন জানাই। তারা ভালো খেলেছেন। এটা দেখে আমরা সাবেক খেলোয়াড়রা খুবই আনন্দিত। খেলাধুলাকে ভালো করতে হলে রাজনীতি মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রায় ৭ বছর পর আজ আমি এই ক্লাবে এসেছি। শুধু খেলোয়াড়দের সঙ্গে দেখাসাক্ষাৎ এবং মতবিনিময়ের জন্য। আজ থেকে বহু বছর আগে আমি এই ক্লাবটির কথা ভেবেছিলাম এবং অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের নিয়ে ক্লাব গড়ে তোলার চিন্তা করেছিলাম। তার ফলশ্রুতিতে সোনালী অতীত ক্লাব।
তিনি আরও বলেন, ‘খেলা ছাড়ার পর ফুটবলারদের একটি জায়গা দরকার। যেখানে মাঝে-মধ্যে খেলা এবং বসে আলোচনা করা যায়। সেই চিন্তা থেকে সোনালী অতীত ক্লাবের উদ্যোগ গ্রহণ করি। জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করে ক্লাবের জায়গা লিজ নেওয়া হয়।’