রাজধানীতে শনিবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে মৎস্যজীবী দল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
![রাজধানীতে শনিবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে মৎস্যজীবী দল](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/01/Untitled-7-6724d8b236142.jpg)
আগামীকাল শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ডেকেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
‘ভারতের মৎস্য আগ্রাসনের প্রতিবাদে’ বেলা ১১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং বিশেষ অতিথি থাকবেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।