Logo
Logo
×

বিএনপি

চীন সফরে যাচ্ছেন বিএনপির ৪ নেতা, জানা গেল কারণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫০ পিএম

চীন সফরে যাচ্ছেন বিএনপির ৪ নেতা, জানা গেল কারণ

চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা। 

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

এরই ধারাবাহিকতায় বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছে কমিউনিস্ট পার্টি অব চায়না। সেখানে দলের পক্ষ থেকে এই চার নেতাকে মনোনীত করা হয়েছে। বিএনপির এই চার সদস্যের প্রতিনিধি দল পলিটিক্যাল পার্টি প্লাস কো-অপারেশনে যোগ দেবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম