Logo
Logo
×

বিএনপি

আমাদের ৩১ দফা বাস্তবায়ন হতে ৩১ বছর লাগবে: গয়েশ্বর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পিএম

আমাদের ৩১ দফা বাস্তবায়ন হতে ৩১ বছর লাগবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছি- তা বাস্তবায়ন হতে ৩১ বছর লাগবে। আরও বেশিও লাগতে পারে। কারণ, একটা গাছ লাগালে ফলন আসতে সময় লাগবে।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  জাতীয়তাবাদী প্রচার দল কর্মসূচির আয়োজন করে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘গত ১৬ বছরের একটা দাবি হলো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন– আর কিছু না। এর জন্যই এত রক্তক্ষরণ। জনগণের আকাঙ্ক্ষা ভোটাধিকার– এটা আপনাদের একমাত্র এজেন্ডা। অন্য কোনো এজেন্ডা থাকার দরকার নাই। একটা সুন্দর নির্বাচন দেন। এখনও আপনারা নির্বাচন কমিশনেরই ফর্ম পরিবর্তন করতে পারেননি। 

তিনি বলেন, এ দেশের ছাত্র আন্দোলনের ঐতিহ্য আছে। দেশের প্রতিটি উল্লেখযোগ্য পরিবর্তনে ছাত্ররা ভূমিকা রাখে। এ কারণেই তাদের প্রতি মানুষের দাবিটাও বেশি। আমিও মাঝে মাঝে বলতাম, যদি ছাত্ররা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করতো, তাহলে আওয়ামী লীগ সরকার পাঁচ-সাত দিনের বেশি থাকতো না। আমরা কিন্তু পারি নাই আত্মবিশ্বাস আনতে, কিংবা আমাদের পারিপার্শ্বিক অবস্থা ছাত্রদের অংশগ্রহণ অ্যালাউ করেনি। কিন্তু ছাত্রদের প্রত্যেক আন্দোলনে বিএনপি রাজনৈতিক দল হিসেবে পাশে ছিল।

আয়োজক সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম