Logo
Logo
×

বিএনপি

ভারত আমাদের জন্য কিছু করবে না, করেও না: গয়েশ্বর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

ভারত আমাদের জন্য কিছু করবে না, করেও না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ মানুষকে ভালোবাসতে হবে। কোনো ভিনদেশি আমার আপনার অধিকার আদায় করে দেবে না। নিজের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে। ভারত আমাদের জন্য কিছু করবে না, করেও না। 

শুক্রবার বিকালে পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের আগে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৬ বছরে রাজপথে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডাররা আমাকে হামলা করে রক্তাক্ত করেছে, আমার বাড়িতে হামলা হয়েছে, আমার পরিবারের সদস্যদের নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু দেশে হিন্দু সম্প্রদায়ের এত সংগঠন, এসব সংগঠনের নেতারা নিন্দা বা প্রতিবাদ অথবা সমবেদনা জানিয়ে কোনো বিবৃতি দেননি।কারণ, আমি বিএনপির রাজনীতি করি।’ 

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আপনারা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। আমার কথা হচ্ছে- সবার আগে মনোভাব পরিবর্তন করেন। আমি বিএনপি করি- এ জন্য আমার বা আমার পরিবারের ওপর হামলা হলে সমবেদনা জানানো যাবে না- এ ধরনের মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। সম্প্রদায়ের প্রতি সম্প্রদায়ের টান থাকতে হবে।’

মসজিদ কিংবা মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না বলেও এ সময় মন্তব্য করেন এই বিএনপি নেতা।

মন্দির প্রাঙ্গণে বসে রাজনৈতিক চর্চা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মনে রাখতে হবে আমরা বাংলাদেশি। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে, বাইরে থেকে কেউ এসে সেটা করবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম