Logo
Logo
×

বিএনপি

‘ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম

‘ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি কিন্তু এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

শুক্রবার বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাদেকুর রহমানের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আন্দোলনে নিহতদের শহীদি মর্যাদা দেওয়ার দাবি করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের পাশে থাকার জন্য বিএনপি নেতাদের নির্দেশ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফসল শেখ হাসিনা পালিয়ে গেছে, গণতন্ত্রের নতুন সুর্যোদয় উদিত হয়েছে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের উদ্যোগে আন্দোলনে নিহত সাদেকুর রহমানের পরিবারকে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে সহায়তা করেন। এ উপলক্ষে সালমান ওমর রুবেলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার তালুকদার, সদস্য মফিজ উদ্দিন, আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রব্বানী সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল প্রমুখ। সভায় বিএনপির দুই গ্রুপে হাতাহাতির ঘটনা ঘটেছে।
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম