Logo
Logo
×

বিএনপি

১২শ পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করলেন যুবদল নেতা মুরাদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম

১২শ পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করলেন যুবদল নেতা মুরাদ

বন্যার্তদের সহায়তায় গঠিত বিএনপির ত্রাণ তহবিলে ১২শ পরিবারের জন্য খাদ্যসামগ্রী দিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। 

শনিবার বিকালে নয়াপল্টনে দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেএম জাহিদ হোসেনের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন তিনি। 

প্রতি পরিবারেরর জন্য ১০ কেজি চাল, এক কেজি ডাল, তেল, পেঁয়াজ এবং দুই কেজি আলু থাকছে খাদ্যসামগ্রীর মধ্যে। বিএনপির পক্ষ থেকে কয়েকদিনের মধ্যে বন্যাদুর্গত এলাকায় এসব ত্রাণ পৌঁছে দেওয়া হবে জানানো হয়েছে।   

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বন্যাদুর্গত এলাকায় মানুষকে সহায়তার জন্য ব্যক্তিগত উদ্যোগে তিনি ১২শ পরিবারের জন্য খাদ্যসামগ্রী দলের ত্রাণ তহবিলে দিয়েছি। 

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম