Logo
Logo
×

বিএনপি

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মসূচি নিয়ে যৌথসভা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৪:৩১ পিএম

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মসূচি নিয়ে যৌথসভা

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলীয় কর্মসূচির বিষয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১২টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এ যৌথসভা হয়। 

সভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

সভায় নেতারা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা করেন এবং একটি খসড়া কর্মসূচি প্রণয়ন করেন।

সভায় সাংগঠনিক কার্যক্রম চালু করার বিষয়েও নেতারা মতামত ব্যক্ত করেন। সভায় ছাত্র-জনতার আত্মপ্রত্যয়ী আন্দোলনের উদ্বেল অভিযাত্রাকে প্রতিহত করতে খুনি ফ্যাসিস্টরা যে নির্মম গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার শিকার শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরাজিত স্বৈরাচারের অপর্কীর্তি, গুম—খুনের বিভিষিকা, বেপরোয়া মামলা-হামলা ও মহাদুর্নীতির অপশাসন অপসারিত করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কিভাবে পালন করা যায়, সেটি নিয়ে নেতারা সুচিন্তিত অভিমত ব্যক্ত করেন। 

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহিদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র, উৎপাদন—উন্নয়নের রাজনীতির মর্মবস্তুকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রণয়নের জন্য নেতারা অভিমত প্রকাশ করেন। আইনের শাসন, বহুমতের সহাবস্থান এবং শান্তি, স্থিতি ও ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণে বিএনপির অঙ্গিকার বাস্তবায়নে নেতারা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম