Logo
Logo
×

বিএনপি

করিডোর দিয়ে খাল কেটে কুমির এনেছে সরকার: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৮:১৮ পিএম

করিডোর দিয়ে খাল কেটে কুমির এনেছে সরকার: রিজভী

‘রেললাইন চুক্তির মাধ্যমে ভারতকে করিডোর দিয়ে সরকার খাল কেটে কুমির এনেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, ‘এসব চুক্তি দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোবলে গোটা জাতি আক্রান্ত। তিনি দেশের ভূখণ্ডকে অকাতরে দিয়ে দিচ্ছেন। সেখান থেকে পরিত্রাণ পেতে হবে।’

বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। 

রিজভী বলেন, ‘ভারতের সঙ্গে যেসব চুক্তি শেখ হাসিনা করেছেন, এসব চুক্তি করার পূর্বে তিনি জনগণের সম্মতি নেননি। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে আমরা করিডোর দেব না।’ 

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আর ভারত এক নয়। তাদের সঙ্গে আমাদের আকাশ-পাতাল পার্থক্য। আমাদের সীমান্তে প্রতিদিন বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে। তারা (ভারত) আমাদের পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না। অভিন্ন নদীর পানি তারা একচেটিয়া নিয়ে নিচ্ছে।’
   
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম