Logo
Logo
×

বিএনপি

আজিজ-বেনজীরের ‘দুর্নীতির অংশীদার সরকার’: দুদু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৮:২৩ পিএম

আজিজ-বেনজীরের ‘দুর্নীতির অংশীদার সরকার’: দুদু

‘সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকার’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এক সময়ে আপনার সাবেক সেনা প্রধান (অব.) আজিজ আহমেদ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। সরাসরি না হলেও পরোক্ষভাবে আপনি (প্রধানমন্ত্রী) তার অংশীদার। তার মাধ্যমে আপনি ২০১৮ সালে নদী পার হয়েছিলেন। আপনার একসময়ের পুলিশপ্রধান বেনজীর আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছেন কোর্ট। তিনি শুধু আপনার সমর্থকই ছিলেন না, তার ঘাড়ে চেপে সরকার গঠন করেছেন। যেই চাকরি থেকে গেছে, বিপদে পড়েছে, সেই আপনি মই কেড়ে নিয়েছেন।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে’ এই কর্মসূচিতে পালন করা হয়।  

দুদু বলেন, ‘সরকার এতটাই বিপদে যে, বৃহস্পতিবার দখলদার প্রধানমন্ত্রী সাদা চামড়ার প্রসঙ্গ এনে যে কথা বলেছেন, এটা মারাত্মক কথা। আমি এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে স্পষ্ট করে বিবৃতি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? ইতোমধ্যে দেশের রাস্তাঘাট-বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন। কে আপনার কাছে দাবি করেছেন, আজ সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে। এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে কী থাকবে না, সেটা দেখা দিয়েছে।’

ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আনার স্বর্ণ চোরাচালানসহ অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল। এসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যদি জাতীয় সংসদের সদস্য হয় তাহলে আর কী বাকি থাকতে পারে।’

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেন, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের সহসাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম