Logo
Logo
×

বিএনপি

বিএনপি নেতা হাবিব কারামুক্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০৮:১৯ পিএম

বিএনপি নেতা হাবিব কারামুক্ত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব জামিনে কারামুক্তি পেয়েছেন। 

শুক্রবার বিকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন দলটির নেতাকর্মীরা।  

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে বর্তমান সরকার। তারা শুধু বিএনপি নেতাকর্মী নয়, দেশের জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভোমত্ব সবকিছুকে ধ্বংস করেছে। এই মাফিয়া আর পুতুল সরকার থেকে মুক্তি পেতে আন্দোলনের বিকল্প নেই। ’

আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান হাবিব।

এর আগে গত ১৮ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে হাবিবুর রশীদ হাবিবকে কারাগারে পাঠান আদালত।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে তিন মামলায় ৬ বছর নয় মাসের সাজা দেন আদালত। এ ছাড়া দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও ছিল। সব মামলায় জামিন শেষে কারামুক্ত হন তিনি।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম