Logo
Logo
×

বিএনপি

ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. রফিকুল 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ এএম

ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. রফিকুল 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার নিয়মিত খোঁজ রাখছেন।

বুধবার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান। এসময়  চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যের বিষয়ে পরামর্শ করেন।
গত ১৫ এপ্রিল ইউরোলজিকেল ও রেসপিরেটরি সমস্যা নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে।

বেশ কিছু দিন ধরে প্রসাবের সঙ্গে রক্ত যাওয়া ও মাঝে মাঝে প্রসাব বন্ধ হয়ে যাওয়ার কারণে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে কারাগারে অসুস্থ হয়ে পরলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে দেশে ও বিদেশে পরীক্ষার মাধ্যমে জানা যায়, তার মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে তিনি এরকম অসুস্থ হয়ে পরেন। সিঙ্গাপুরে তার ব্রেইনে সান্টের সার্জারিও করা হয়। অসুস্থতার কারণে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায়ও অংশ নিতে পারছেন না তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম