Logo
Logo
×

বিএনপি

ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১০:২৪ পিএম

ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার বিকাল ৫টায় রাজধানীর ধানমন্ডি ক্লাবে ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরাম সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির (একাংশ) চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো. শাহ আলম সাবেক অতিরিক্ত সচিব মাহফুজুল হক ব্যারিস্টার মওদুদ আহমদের সাবেক ব্যক্তিগত সহকারী মো. নূর উল্যাহ ও বসুরহাট পৌরসভা বিএনপির সহসভাপতি শওকত হোসেন সগিরসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বণার্ঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন। এ সময় তার প্রশংসা করে বিভিন্ন স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম