দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: নিতাই রায়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১০:৫৬ পিএম
‘বর্তমান সরকার বিদেশিদের আজ্ঞাবহ হয়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিচার, সংস্কৃতিসহ সব স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। তাই দেশের মানুষকে জেগে উঠে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে ‘ডামি নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, ‘সরকার ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এই ডামি নির্বাচন ৯৫ ভাগ মানুষ বর্জন করেছে। বিএনপি জনগণের দল তাই বিএনপির ডাকে জনগণ ভোট বর্জন করেছে। এই সরকার ক্ষমতায় এসে বাংলাদেশ সংবিধান ধ্বংস করেছে। এই সরকার বিদেশি আধিপত্যের তাবেদারি করে ক্ষমতায় এসেছে। মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল বিদেশিদের প্রজেক্ট। সেই বিদেশি প্রজেক্টের সহায়তায় শেখ হাসিনার প্রজেক্ট সরকার ক্ষমতায় এসে দেশের সংবিধান ধ্বংস করে দিয়েছে। এখানকার গণতান্ত্রিক ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। শিল্প-বাণিজ্য শেষ করেছে।ব্যাংকগুলো ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতিসহ দেশের সব ব্যবস্থা ধ্বংস করে একটি ধ্বংসস্তূপ জাতিতে পরিণত করেছে।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ সরকার জানে, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ ২০-৩০টির বেশি আসন পাবে না। এই জন্য সরকার ডামি নির্বাচনের ব্যবস্থা করেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেন। এখন তার কন্যা সেই বাকশালের মধ্যদিয়ে দেশটাকে পরিচালনা করেছেন। এই বাকশালের হাত থেকে রক্ষা পেতে হলে আন্দোলনের মধ্যদিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।’
সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন কাউছার মুন্নীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. সরোয়ার হোসেন প্রমুখ।