Logo
Logo
×

বিএনপি

বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম

বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথু বেহ। 

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হয়। 

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী অংশ নেন।

জানা যায়, বৈঠকে বিএনপি নেতারা দ্বাদশ সংসদ নির্বাচনসহ আগের ও পরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অনেক নেতাকর্মীর জামিন না হওয়ার বিষয়টিও অবহিত করা হয়। 

এছাড়া ৩০ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলের কর্মসূচিতে বাধা ও গ্রেফতার প্রসঙ্গে বিএনপি নেতারা জানান, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে গেলেও বাধা দেওয়া হয়। রাজধানীর উত্তরার কর্মসূচি থেকে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশ। এ সময় মঈন খানকে থানায় আটকে রেখে পরে ছেড়ে দেওয়া হয়। 

জানতে চাইলে নিপুণ রায় চৌধুরী যুগান্তরকে বলেন, এটা কোনো বৈঠক ছিল না। সৌজন্য মধ্যাহ্নভোজ ছিল। আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল। আমরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম