Logo
Logo
×

বিএনপি

কৃষক দল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:১১ পিএম

কৃষক দল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

কৃষক দলের এক কেন্দ্রীয় নেতাকে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার নাম মেহেদী হাসান পলাশ। তিনি কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক। পলাশের পরিবারের অভিযোগ বুধবার ভোর ৫টার দিকে সাদা পোশাকের লোকজন তাকে সেগুনবাগিচার বাসা থেকে তুলে নিয়ে যায়। এ সময় তারা নিজেদের গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেন।

পলাশের স্ত্রী রাজিয়া সুলতানা বলেন, খুব ভোরে ডিবি’র লোকজন বাসায় এসে হাজির হয়। তারা মেহেদীকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা কোনো গ্রেফতারি পরোয়ানা দেখাতে পারেনি। এ তারা শুধু বলেছে সরকারবিরোধী লিফলেট বিতরণে পলাশ জড়িত। তার বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা আছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বুধবার রাতে যুগান্তরকে বলেন, পলাশের বিরুদ্ধে যেহেতু মামলা আছে, তাই তাকে আটক করা হতে পারে। তবে এই মুহূর্তে পুরো বিষয়টি আমার জানা নেই। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খবর নিয়ে পরে জানাতে পারব। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম