Logo
Logo
×

বিএনপি

নির্বাচনের হলফনামায় সম্পদের হিসাব আলাউদ্দিনের চেরাগের কাহিনির মতো: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:১১ পিএম

নির্বাচনের হলফনামায় সম্পদের হিসাব আলাউদ্দিনের চেরাগের কাহিনির মতো: রিজভী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামায় সম্পদের হিসাব যেন ‘আলাউদ্দিনের চেরাগের কাহিনীর মতো’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) দেশকে লুটপাট করে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। গত দেড় দশকে মন্ত্রী-এমপি, বড়-ছোট ও পাতি নেতা সবাই লুটপাটের প্রতিযোগিতায় মত্ত হয়েছে। দুর্নীতি, লুটপাট, নৈরাজ্যের স্বর্গ গড়েছে। মন্ত্রী-এমপিসহ ডামি-উচ্ছিষ্টভোগী স্বতন্ত্র প্রার্থীদের হলফনামা পড়লে মনে হয়- তারা যেন রূপকথার আলাদিনের চেরাগ পেয়েছে। অবস্থা এমন হয়েছে, টাকার পাহাড়ে ঘুমান মন্ত্রী-এমপি-নেতারা।’

বুধবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের হলফনামার হিসাব-চিত্র তুলে ধরে তিনি এসব কথা বলেন। 

রিজভী আরও বলেন, ‘তারা অর্থসম্পদের পাহাড় গড়ে তুলেছে। তাদের স্ত্রী-সন্তান-শাশুড়িরাও টাকার কুমিরে পরিণত হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের লোকসান হলেও আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকদের কোনো লোকসান নেই। স্বামীদের ব্যবসা দেখাশোনা করতে গিয়ে স্ত্রীরাও কোটি কোটি টাকা, অর্থসম্পদের মালিক হয়েছেন। হলফনামা দেখলে বুঝা যায়- একেকজনের ৭০০ গুণ পর্যন্ত সম্পদ বৃদ্ধি পেয়েছে। এসব দুর্নীতি লুটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনও (দুদক) ব্যবস্থা নেয় না। দুদককে দলকানা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে। যাদের কাজ হলো খুঁজে খুঁজে বিএনপি এবং ভিন্নমতের লোকদের ঘায়েল করা।’

তিনি বলেন, ‘১০ বছর আগে যে মন্ত্রীর হলফনামায় হাজারের ঘরে ছিল বার্ষিক আয়। তিনি এখন কোটি কোটি টাকার মালিক। তবে হলফনামায় তাদের সম্পদের সামান্যই প্রকাশ পেয়েছে। এতে বিদেশে পাচার করা অর্থ ও সম্পদের হিসাব নেই। মোট সম্পদের ছিটেফোঁটা মাত্র হলফনামায় উঠে এসেছে। মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি ও স্বতন্ত্র প্রার্থীরা অনেক তথ্য গোপন করেছেন।’ 

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতার সম্পদের বর্ণনা দেন। তিনি বলেন, ‘এসব আয়ের উৎস কী তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথাব্যথা নেই। জবাবদিহিতা নেওয়ার কেউ নেই। কারণ, সবকিছু আওয়ামীময়-নষ্টদের অধিকারে। বর্গীদের মতো লুটের রাজ্য ভাগবাটোয়ারা নিয়ে টপ টু বটম ব্যস্ত। জনগণের সম্পদ চেটেপুটে খেয়ে তারা পেট মোটা করতে এসেছে। লুটের শাসন স্থায়ী করতে খুন, গুম, হামলা-মামলা, গ্রেফতার মিথ্যা সাজা দেওয়া হচ্ছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। একতরফা নির্বাচনের নাটক করে ক্ষমতা চিরস্থায়ী করতে অন্ধ হয়ে পড়েছে।’

রিজভী বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের অপকর্মের ফিরিস্তি শেখ হাসিনা জানলেও কিছুই করেন না। কারণ, তিনি এদেরকেই পছন্দ করেন।’
 
সংবাদ সম্মেলনে রিজভী জানান, ‘মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত সারা দেশে ৩৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৯টি মামলায় ৯২৮ জনকে আসামি করা হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম