Logo
Logo
×

বিএনপি

দেশের মানুষ একতরফা নির্বাচন প্রতিহত করবে: বিএনপিপন্থি পেশাজীবী নেতারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম

দেশের মানুষ একতরফা নির্বাচন প্রতিহত করবে: বিএনপিপন্থি পেশাজীবী নেতারা

‘সরকার ৭ জানুয়ারি আবারও পাতানো একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে। বিএনপিসহ সব বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও জুলুম করা হচ্ছে। কিন্তু এতে সরকারের শেষ রক্ষা হবে না। দেশের মানুষ পাতানো ওই প্রহসনের নির্বাচন প্রতিহত করবে।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার দাবিতে বিএনপিপন্থি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত মানববন্ধনে নেতারা এসব কথা বলেন। বিভিন্ন পেশার ২২টি সংগঠনের নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

বিএসপিপির সাবেক আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-একাংশ) সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষকদের নেতা অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-একাংশ) সভাপতি মো. শহীদুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ প্রমুখ।

নেতারা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে বলেন, ‘দেশে আজ মানবাধিকার ও আইনের শাসন নেই। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম ও নির্যাতন চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলগুলোকে বাইরে রেখে আবারও একতরফা নির্বাচন করতে যাচ্ছে। তবে দেশের মানুষ ওই নির্বাচন হতে দেবে না। তারা এমন প্রহসনের নির্বাচন প্রতিহত করবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম