আ.লীগের অনেকেই দেশ ছাড়ছেন, ওবায়দুল কাদেরের ভিসাও রেডি: রিজভী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৮:০০ পিএম
আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালাচ্ছেন বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও দাবি করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাসপোর্টের ভিসা রেডি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, তাদের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে চলে যাচ্ছেন এবং ওবায়দুল কাদের সাহেবসহ আরও অনেকে ইতোমধ্যে পাসপোর্টের ভিসা করে রেখেছেন।’
‘পুলিশি নির্বাচন এদেশে আর হবে না, এদেশের জনগণ তা হতে দেবে না’ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘জবরদস্তি করে আবারও নির্বাচন করবে এটা আর সম্ভব নয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পেরে ভিসা রেডি করে রেখেছেন। যে কোনো প্রকারে তারা আবারও নীলনকশার পুলিশি নির্বাচন করবে এবার আর তা সম্ভব হবে না।’
তিনি বলেন, ‘আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমরা তলে তলে কোনো কাজে বিশ্বাস করি না। কিন্তু, সরকার তলে তলে কাজে বিশ্বাস করে, তাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন। ওনারাই বিভিন্ন দেশের নাম উল্লেখ করে বলেন- তারা ঠিক হয়ে গেছে। আমরা জনগণের শক্তিতেই এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দেওয়ার জন্য।’
সারা দেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলার বিবরণ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী গণসমাবেশকে কেন্দ্র করে মোট গ্রেফতার প্রায় ৩০০ জনের অধিক নেতাকর্মী।’