Logo
Logo
×

বিএনপি

‘এ্যানিকে নির্যাতন’: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে জানাল বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৩৫ এএম

‘এ্যানিকে নির্যাতন’: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে জানাল বিএনপি

বিএনপির প্রচার সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নির্যাতনের তথ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে অবহিত করেছে বিএনপি। 

দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বিএনপির এইচআর টিম এ নিয়ে তৈরি করা একটি প্রতিবেদন শনিবার মানবাধিকার সংগঠনের কাছে পাঠিয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ‘বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে মধ্যরাতে তার বাসার দরজা ভেঙে পুলিশ তুলে নিয়ে যায়। তিনি দুবার সংসদ-সদস্য নির্বাচিত হন। তাকে গ্রেফতারের কোনো পরোয়ানা দেখানো হয়নি। দরজা ভেঙে মধ্যরাতে কাউকে গ্রেফতার করার অনুমতি আইনে নেই। তাকে মারাত্মক নির্যাতন করা হয়েছে, যার ফলে তার মুখে আঘাতের চিহ্ন ছিল।’

চিঠিতে উলে­খ করা হয়, গ্রেফতারের পরের দিন শহীদ উদ্দিন চৌধুরী আদালতকে বলেন, ‘আমি দুবার সংসদ-সদস্য ছিলাম। বাসায় ভাঙচুর করা হয়েছে। বাসায় আমার বাচ্চা ছিল। দরজা ভেঙে আমাকে টেনেহিঁচড়ে গ্রেফতার করা হয়েছে। আমি তো চোরও না, ডাকাতও না। থানায় নিয়ে যাওয়ার পর আমাকে পুলিশ বেধড়ক পিটিয়েছে।’ শহীদ উদ্দিন আদালতকে আরও বলেন, ‘কারও গায়ে হাত তোলার অধিকার কি পুলিশের আছে? আমার ওপর অত্যাচার করেছে পুলিশ। চোর-ডাকাতকেও তো মানুষ এভাবে মারতে পারে না।’ পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও এ্যানিকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন, যা ফ্যাসিবাদীদের নির্দেশে অকার্যকর বিচার ব্যবস্থার উদাহরণ।’

আরও অবহিত করা হয়, ‘সরকার দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ যখন ফ্যাসিবাদী সরকারের বিরোধিতা করছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছে তখন পুলিশ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে। যা সম্পূর্ণ বেআইনি। এ রিপোর্ট লেখার সময় এ্যানিকে জেলের ভেতরে ডিভিশন দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।’

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে পাঠানো চিঠির সঙ্গে এ্যানিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম