জোবাইদার পারিবারিক সম্পত্তি কয়েক হাজার কোটি টাকা: ফখরুল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৬:২১ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ডা. জোবাইদা রহমান যিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, তিনি একজন বিশিষ্ট চিকিৎসক। যার পারিবারিক সম্পত্তি কয়েক হাজার কোটি টাকা, তাকে কয়েক লাখ টাকার এফডিআরের জন্য সাজা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। দুর্নীতি তো সেই পাকিস্তান আমলে.. সেই মামলায় তোমাদের নেতাকেও জেলে যেতে হয়েছিল।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে আদালতের সাজা দেওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ‘দুদকের মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক রায়’-এর প্রতিবাদে ঢাকা মহানগর ও জেলা বিএনপি এই সমাবেশ আয়োজন করে।
বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের সমাবেশে উপস্থিত হওয়ার প্রসঙ্গ তুলে ফখরুল তার বক্তব্যের শুরুতে বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আজ ঢাকা মহানগর ও ঢাকা জেলার নেতাকর্মীরা সমাবেশে অংশ নিয়েছেন। ইনশাআল্লাহ, দুর্বার প্রতিরোধ গড়ে তুলে দানবকে পরাজিত করতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সম্পূর্ণ জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। তারা আজ প্রমাণ করেছে... তাদের কথার মধ্য দিয়েই ভয়ভীতি ছড়িয়ে পড়েছে।’