Logo
Logo
×

বিএনপি

পাকিস্তানসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৭:৫৭ পিএম

পাকিস্তানসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

পাকিস্তানসহ ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার বিকাল সোয়া চারটায় রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির প্রতিনিধি দলে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল, ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম সাত্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেন।

কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, পাকিস্তান, জার্মানি, ডেনমার্ক, রাশিয়া, চীন ও ইরানের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থান কর্মসূচিতে সহিংসতাসহ নেতাকর্মীদের ওপর নির্যাতনের বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে বিএনপি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই বলেও কূটনীতিকদের জানিয়েছেন দলটির নেতারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম