Logo
Logo
×

বিএনপি

হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে মামলা: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১১:২৫ পিএম

হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে মামলা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘সরকারদলীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে রামদা, হকিস্টিক নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে।যা সব গণমাধ্যমে ছবিসহ প্রকাশ পেয়েছে। তাদের গ্রেফতার না করে উল্টো যাদের ওপর হামলা করা হলো তাদেরকেই আসামি করে মিথ্যা মামলা করেছে পুলিশ।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যুবলীগ-ছাত্রলীগকে নিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির ওপর ঝাঁপিয়ে পড়ে। অবিরাম গুলিবর্ষণ, বেধড়ক লাঠিচার্জ, মুহুর্মূহু টিয়ারশেল নিক্ষেপ এবং পাইকারি হারে গ্রেফতারের এক ভয়ঙ্কর জুলুম ও নিপীড়ন নামিয়ে আনা হয় বিএনপির কর্মসূচির ওপর।’

‘এর ওপর ১১টি মামলায় অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সালাহ উদ্দিন আহমেদ, সুলতান সালাউদ্দিন টুকু, নিপুণ রায় চৌধুরী, শওকত হোসেন সরকার, সাইফ মাহমুদ জুয়েল, তানভীর আহমেদ রবিনসহ ৫৪৯ জনের নামে গায়েবি মামলা দেওয়া হয়। বিরোধী দলকে নির্মূল করতে রাষ্ট্রযন্ত্র এখন শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) মূল হাতিয়ার। আইনের শাসনের সার্বজনীন মূলনীতিকে পদদলিত করে শেখ হাসিনার প্রাইভেট বাহিনীতে পরিণত করার ফলেই পুলিশ, আইন আদালত ও প্রশাসনকে গণতন্ত্রের কসাই হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় রিজভী ‘অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও গ্রেফতারের বিবরণ’ তুলে ধরে বলেন, ‘প্রায় ৬৫০ জন নেতাকর্মী আহত এবং প্রায় ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির এক দফার আন্দোলনে সমর্থন জানিয়েছে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও শতকরা ৮০ ভাগের বেশি জনগণ।’

রিজভী বলেন, আজ সরকারের পদত্যাগের দাবিতে ‘স্টেপ ডাউন শেখ হাসিনা’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়েছে। ‘স্টেপ ডাউন শেখ হাসিনা’ লিখে পোস্ট দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদসহ শ্রেণি-পেশার মানুষ এবং বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী। ‘বাংলাদেশের জনগণসহ বিশ্ব দরবারে বারবার প্রমাণিত হয়েছে নিশিরাতের সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ পুলিশের অনুমতি নিয়ে হয়নি। নব্বইতে পুলিশের অনুমতি নিয়ে আন্দোলন হয়নি। রাজনৈতিক সমাবেশে পুলিশের অনুমতি সংবিধান পরিপন্থী। রাজনৈতিক দলের কাজ হচ্ছে পুলিশকে অবহিত করা, আর পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া।’

তিনি বলেন, ‘তথাকথিত প্রধান নির্বাচন কমিশনার বলেছেন- আগামী অক্টোবরে তফসিল ঘোষণা এবং ডিসেম্বরে নির্বাচন হবে। তবে এই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। শেখ হাসিনা আরেকটি ভোটারবিহীন তামাশার নির্বাচন করার অপচেষ্টা করছেন, জনগণ তা হতে দেবে না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম