Logo
Logo
×

বিএনপি

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শনিবার, আসতে পারে নতুন কর্মসূচির ঘোষণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মে ২০২৩, ০৯:৩০ পিএম

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শনিবার, আসতে পারে নতুন কর্মসূচির ঘোষণা

‘গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানিসহ চলমান আন্দোলনের ১০ দফা’ দাবি আদায়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার।

রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হবে।  ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমজানের ঈদের পর মহানগর বিএনপির এটি বড় আকারের কর্মসূচি।

সূত্রমতে, এ সমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ব্যাপক শোডাউনের লক্ষ্যে প্রতি জেলায় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলটি। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমাদের প্রস্তুতি চলছে। থানায় থানায় কর্মিসভা হয়েছে।

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, এই সমাবেশকে সফল করাতে মহানগর ও এর অঙ্গসংগঠনগুলো যৌথভাবে কাজ করছে। আমাদের বিশ্বাস এই সমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম