Logo
Logo
×

বিএনপি

সংবিধান কোনো বাইবেল নয়, পরিবর্তন করতে হবে: মঈন খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৮:৩০ পিএম

সংবিধান কোনো বাইবেল নয়, পরিবর্তন করতে হবে: মঈন খান

বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ঐক্য পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন’ শীর্ষক এ সভা হয়। 

মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আন্দোলন করলে সেটা জায়েজ হয়। আর বিএনপি কারো সঙ্গে রাজনীতি করলে সেটা অন্যায় হয়। ২০০১ সালের আগে আমাদের জামায়াতের সঙ্গে একটা নির্বাচনি জোট ছিল। সেটা ছিল অংকের বিষয়। বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে।  জিয়াউর রহমান দেশের সব শ্রেণির মানুষ, ধর্ম-বর্ণ উপজাতি, বাঙালি সবাইকে নিয়ে একটি জাতীয়তাবাদের রাজনীতি গঠন করেছিলেন। আমরা আজকে সেটা পরিচয় দিতে গর্ববোধ করি।’

তিনি বলেন, ‘সংবিধানের জন্য বাংলাদেশের মানুষ নয়, ‘বাংলাদেশের মানুষের জন্য সংবিধান রচিত হয়েছে। বাংলাদেশের মানুষ যা চাইবে সেভাবে সংবিধান তৈরি করতে করতে হবে। বাংলাদেশের মানুষ সংবিধান পরিবর্তন করতে চাইলে তা পরিবর্তন করতে হবে। সংবিধান কোনো বাইবেল নয়।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হোসেন ইমনের পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের এম জাহাঙ্গীর আলম, যুবদলের মুস্তাফিজুর রহমান, ছাত্রদলের ফয়সাল আহমেদ সোহেল প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম