কারাগার থেকে এলএলএম পরীক্ষা দেবেন রিজভী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৯:২৪ পিএম
পল্টন থানার মামলায় কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এলএলএম (মাস্টার্স) পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।
রাজধানীর বেসরকারি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) করছেন বিএনপির এই প্রবীণ নেতা।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিজভীকে এ অনুমতি দেন।
এদিন রিজভীর আইনজীবী কারাবিধি অনুসারে পরীক্ষার অনুমতির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
রিজভীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন।
পরে রিজভীর আইনজীবীরা জানান, রিজভী আইনজীবী। তিনি এলএলবি পাশ করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএম-এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা।