আচ্ছা ভাই, মোবাইলে টাকা রিচার্জ করলেই শেষ হয়ে যায়। সমাধানের উপায় কী?
রেজাউল ইসলাম
মদন, নেত্রকোনা।
টাকা রিচার্জ করে মোবাইলের সুইচ অফ করে রাখবেন। আশা করি আর শেষ হবে না!
এমন একটা দামি জিনিসের নাম বলুন যার আসলে এখন আর কোনো মূল্য নেই?
শিরিন সুলতানা
মিরপুর, ঢাকা।
ভালো কথা! লোকজন আজকাল ভালো কথা শুনতেও চায় না, বলতেও চায় না!
প্রায়ই দেখি ম্যানহোলের ঢাকনা চুরি হয়। ঢাকনা চুরি ঠেকাতে কী করতে হবে?
আপেল মাহমুদ
সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
লোহার দাম কমিয়ে দিতে হবে। এতে চুরির প্রবণতা কমবে বলে আশা করা যায়!
আচ্ছা বলুন তো, এক বনে দুই বাঘ থাকলে ওই বনের বাসিন্দাদের কী অবস্থা হয়?
জাহাঙ্গীর আলম
মতলব, চাঁদপুর।
কী আর হবে! একসঙ্গে তখন
দুই বাঘের উৎপাত সহ্য করতে
হয়! এই আর কী!
মহা অবান্তর প্রশ্ন
বলুন তো, দুর্মূল্যের বাজারে দেশে সবচেয়ে সহজে পাওয়া যায় কোন বস্তু?
মশিউর রহমান, জাফলং, সিলেট।
আর কী! অবান্তর প্রশ্নের যুগান্তর উত্তর!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com