Logo
Logo
×

রূপচর্চা

সানস্ক্রিন মেখেও ত্বক কালচে, এবার ঘরে বসেই তৈরি করুন ফেসপ্যাক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

সানস্ক্রিন মেখেও ত্বক কালচে, এবার ঘরে বসেই তৈরি করুন ফেসপ্যাক

আপনি বাসা থেকে বের হওয়ার আগে নিয়ম করে সানস্ক্রিন মাখছেন। তবু দেখছেন আপনার মুখের ত্বক কালচে থেকেই যাচ্ছে। মুখের ত্বক উজ্জ্বলতা হারাচ্ছে। আপনি ত্বক নিয়ে টেনশনে আছেন,  এর প্রতিকারের উপায় খুঁজছেন? 

এবার আপনাকে ত্বকের সৌন্দর্যের উপায় খুঁজতে হবে না। কারণ এর জন্য আপনাকে বিউটি পার্লারেও  যেতে হবে না। বরং ঘরোয়া উপায়েই বাসায় সেরে ফেলতে পারেন রূপটান। ম্যাজিকের মতো কাজ করবে এই ফেসপ্যাক। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ম্যাজিক ফেসপ্যাক তৈরি করে ত্বককে মসৃণ রাখবেন।

১. দুই চামচ হলুদ গুঁড়া এক পাত্রে নিয়ে ভালো করে পুড়িয়ে নিন। এরপর একটি পাত্রে দুধের সঙ্গে গুলে নিয়ে এক চামচ মধু মিশিয়ে দিন। এবার ঘন মিশ্রণটি একটি ব্রাশ দিয়ে সারা মুখে মেখে নিন। কিছুক্ষণ রাখুন। এরপর ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। দেখবেন একবার ব্যবহারেই ফল পাবেন। এ ছাড়া এটি আপনি হাত ও পায়েও দিতে পারেন।

২, পেঁপে ত্বকের পোড়া ভাব তোলার জন্য খুবই উপকারী। অন্যদিকে মধু ত্বককে কোমল ও মসৃণ করতে সাহায্য করে। আধা কাপ পাকা পেঁপে চটকে নিয়ে এক টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই মিশ্রণ গলায় লাগাতে ভুলবেন না। প্রয়োজনে হাতে ও পায়েও ব্যবহার করতে পারেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম