Logo
Logo
×

রূপচর্চা

রেশমের মতো নরম চুলের রহস্য ফাঁস করলেন প্রিয়াংকা, জানুন কীভাবে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম

রেশমের মতো নরম চুলের রহস্য ফাঁস করলেন প্রিয়াংকা, জানুন কীভাবে

কীভাবে নিজের রূপচর্চা করেন ‘দেশি গার্ল’, মুখে কী মাখেন, চুলের যত্ন কীভাবে নেন, সে নিয়ে কৌতূহল আছেই। বিভিন্ন সাক্ষাৎকারে নায়িকার কাছ থেকে তা জানতেও চাওয়া হয়েছে। এতদিনে সেই রহস্য ফাঁস করেছেন তিনি।

বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার চুলের সৌন্দর্যের রহস্য নিয়ে চর্চা ভালোই হয়। ৪০ পেরিয়েও এমন মসৃণ ও পেলব ত্বক ধরে রাখা সহজ কথা নয়। কিন্তু প্রিয়াংকা পেরেছেন। চেহারায় ছাপ পড়তে দেননি বয়সের। তবে শুধু ত্বক নয়, প্রিয়াংকার চুলের জৌলুস কম নয়। কীভাবে নিজের রূপচর্চা করেন ‘দেশি গার্ল’। তার মুখে কী ব্যবহার করেন এবং চুলের যত্ন কীভাবে নেন, সে নিয়ে কৌতূহল আছে সাধারণ নারী থেকে অভিনেত্রীরা। 

বিভিন্ন সাক্ষাৎকারে এ অভিনেত্রীর কাছ থেকে তা জানতেও চাওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই প্রিয়াংকা জানিয়েছেন— রূপচর্চা করতে তিনি ঘরোয়া টোটকাতেই ভরসা রাখেন। তবে কোন ঘরোয়া উপকরণগুলো দিয়ে তিনি কেশচর্চা করেন, তা অবশ্য আড়ালেই রেখেছিলেন তিনি। এতদিনে প্রিয়াংকা ফাঁস করলেন তার সেই নরম ও রেশমের মতো চুলের পরিচর্যার গোপন রহস্য।

একটি সাক্ষাৎকারে প্রিয়াংকা জানিয়েছেন, এমন উপাদান দিয়ে তিনি কেশচর্চা করেন, যা শুনতে বড়ই অদ্ভুত লাগবে। সাধারণত ডিম, মধু বা দই দিয়ে চুলের পরিচর্যা করেন অনেকেই। কিন্তু প্রিয়াংকা তার চুলের জন্য ব্যবহার করেন ডিমের বিশেষ একটি মাস্ক দিয়ে।

বিয়ারের সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগান প্রিয়াংকা। অভিনেত্রী বলেন, এই দুই উপাদান প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। বিয়ার আর ডিমের হেয়ারপ্যাক লাগিয়েই তার চুল এমন নরম, মসৃণ ও জেল্লাদার হয়েছে। এমন প্যাক বাড়িতেও বানাতে পারবেন আপনি।

কীভাবে বানাবেন বিয়ার ও ডিমের প্যাক

যদি আপনার চুল রুক্ষ হয়ে যায়, তাহলে এক কাপ বিয়ারের সঙ্গে দুটি ডিমের কুসুম মিশিয়ে ভেজা চুলে মাথায় লাগান। এরপর মাথায় শাওয়ার ক্যাপ পরে থাকুন ২০-৩০ মিনিট। পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

বিয়ার দিয়ে আরও কিছু হেয়ার প্যাক তৈরি করা যায়। একটা পাকা কলা চটকে তার সঙ্গে ২ চা চামচ মধু ও এক কাপ বিয়ার মেশান। মিহি মিশ্রণ তৈরি করে পুরো চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।

এক কাপ বিয়ারের সঙ্গে ১ চা চামচ নারিকেল তেল, ক্যাস্টর তেল বা অলিভ তেল মিশিয়ে নিন। ব্রাশের সাহায্যে এই মিশ্রণ করুন চুল এবং মাথার তালুতে লাগান। ২০ মিনিট রেখে হালকা কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক চুলের গোড়ায় পুষ্টি জোগায়, পাশাপাশি চুল ঘন করতে ও ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম