Logo
Logo
×

ব্যাংক

ব্যাংকের প্রত্যেক শাখায় নিতে হবে ছেঁড়া-ফাটা নোট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুন ২০২৩, ১০:৫৫ পিএম

ব্যাংকের প্রত্যেক শাখায় নিতে হবে ছেঁড়া-ফাটা নোট

তফশিলি ব্যাংকের প্রত্যেক শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করতে হবে। একই সঙ্গে শাখায় গিয়ে গ্রাহক যেন সহজে দেখতে পান, এমন জায়গায় ছেঁড়া-ফাটা নোট গ্রহণের নোটিশ দিতে হবে।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

এতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের প্রত্যেক শাখায় আবশ্যিকভাবে কাউন্টারের সামনে বা জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয় মর্মে ২০ ফন্টে রঙিন কালিতে লিখিত নোটিশ অবিলম্বে স্থাপন করাসহ পরিপত্রে বর্ণিত বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য পুনরায় নির্দেশনা প্রদান করা হলো।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম