
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:০১ এএম
আ. লীগ নেতারা গুজব ছড়ানোয় পিএইচডি: প্রেস মিনিস্টার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম

আরও পড়ুন
আওয়ামী লীগ নেতারা গুজব ছড়ানোয় পিএইচডি ডিগ্রিধারী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
গোলাম মোর্তজা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগই বাংলাদেশের একমাত্র সংগঠন, যারা শিক্ষার্থীদের ধর্ষণ করে। তাদের নেতা ধর্ষণের সেঞ্চুরি উৎসব করে।
ছাত্রলীগের এ ‘ঐতিহ্য’ বাংলাদেশের আর কোনো সংগঠনের তো নেই-ই, পৃথিবীর ইতিহাসেও নজিরবিহীন।
তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগই বাংলাদেশে একমাত্র সংগঠন, যার নেতারা পদের বিনিময়ে অনৈতিক সুবিধা নেয়। এখন নারীদের নিয়ে যে নিপীড়নমূলক পোস্ট দেখছেন, এগুলো আওয়ামী লীগের কাছে খুবই সাধারণ ব্যাপার।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতারা গুজব ছড়ানোয় পিএইচডি ডিগ্রিধারী। ক্ষমতার আওয়ামী লীগ ছিল গুজবের মাস্টার। পলাতক ভার্চুয়াল আওয়ামী লীগ গুজব ছড়ানোয় তুলনাহীন। আওয়ামী লীগের তুলনা শুধুই আওয়ামী লীগ।