ভাঙচুর নিয়ে ফেসবুকে পোস্ট: আ.লীগ কর্মীকে পুলিশে দিল জনতা

মো.সাহেদ আহমেদ, গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভেঙে দিয়েছে ধানমন্ডি ৩২ নাম্বারের শেখ মুজিবুর রহমানের বাড়ি। সেই ভবন ভাঙাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে এক ব্যক্তিকে মারধর করে দেওয়া হয়েছে পুলিশে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর গোসাইরহাট উপজেলায়।
পুলিশে দেওয়া ওই ব্যক্তির নাম লিটন সরদার। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের
দাশের জঙ্গল গ্রামের বাসিন্দা তিনি। লিটন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা
গেছে।
জানা গেছে, ধানমন্ডির ৩২ নাম্বারের শেখ মুজিবের বাড়ি ভাঙাকে কেন্দ্র
করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন লিটন। সেই পোস্টে তিনি লেখেন, ‘আজকে যারা বঙ্গবন্ধুর
স্মৃতি বিচরিত ৩২ নাম্বার বাড়ি ভেঙেছো ঠিক এমনিই একদিন ওই বাড়িতে তোমাদের গণকবর হবে
ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
পোস্টের জেরে ওই এলাকায় ব্যপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার
সন্ধ্যায় পৌর বাস স্ট্যান্ড এলাকা থেকে লিটনকে ধরে স্থানীয়রা। পোস্টের কারণে সেখানে
তাকে মারধর করা হয়। পরে পুলিশে দেওয়া হয়।
এ বিষয়ে গোসাইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাকসুদ আলম বলেন,
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।