Logo
Logo
×

আওয়ামী লীগ

কৃষি উপকরণ সহজলভ্য করতে নীতিগত সহায়তা দেওয়া হবে: বাহাউদ্দিন নাছিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৫:৫০ পিএম

কৃষি উপকরণ সহজলভ্য করতে নীতিগত সহায়তা দেওয়া হবে: বাহাউদ্দিন নাছিম

কৃষি উপকরণ সহজলভ্য করতে কৃষকদের নীতিগত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। 

তিনি বলেন, যত প্রতিকূলতা আসুক না কেন, সব সমস্যাকে মাথায় রেখেই কৃষি উপকরণের সহজলভ্যতা এবং সুলভমূল্যে যেন কৃষকরা পায়- তার জন্য নীতিগত সহায়তা দেওয়া হবে। 

বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাকক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

আয়োজক সংগঠনের সভাপতি এম সাইদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স। সভার সঞ্চালনা করেন বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।

বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনা সরকার শুরু থেকেই এই সেক্টরেই ভর্তুকি দিয়ে যাচ্ছে। আমরা মনে করি- এই সেক্টরে ভর্তুকি দিলে তার রিটার্ন পাওয়া যায়। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশ গঠনের সময় কৃষকদেরকে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছিলেন। সেখান থেকে কৃষির অগ্রযাত্রা শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। এই সক্ষমতা কখনো ঘাটতি হোক শেখ হাসিনা তা চান না এবং হতে দিবেন না। তার জন্য যেখানে নীতিগত সহায়তা দেওয়া দরকার, সেটা দেওয়ার জন্য সরকার প্রস্তুত আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম