Logo
Logo
×

আওয়ামী লীগ

বিদেশে বসে ষড়যন্ত্র করলেও রেহাই পাওয়া যাবে না: মন্ত্রী

Icon

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম

বিদেশে বসে ষড়যন্ত্র করলেও রেহাই পাওয়া যাবে না: মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশে থেকে অপপ্রচার চালালেও রেহাই পাওয়া যাবে না। ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বিদেশে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায় তাদের প্রতিরোধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিএনপি-জায়ামাত একটি কথাও বলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রতিবাদ জানিয়েছেন। আমি তথ্যমন্ত্রী হিসাবে এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে প্রায় প্রতিদিনই প্রতিবাদ জানিয়ে আসছি। 

তিনি শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই কাল্টন হোটেল বলরুমে প্রবাসী বাংলাদেশি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে সাইফুল ইসলাম তালুকদার ও সোহরাবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের পরিচালক ও অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা ফজলুল কবির চৌধুরী, কনস্যুলেটর প্রেস সচিব মো. আরিফুর রহমান। 

বক্তৃতা করেন- মো. আবু চৌধুরী, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহম্মদ ইউনুস, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পিও ইমরুল করিম রাশেদ, মোহাম্মদ কায়সার, মোজাম্মেল ফরিদ, এমদাদ হোসেন, সাজ্জাদুল ইসলাম রুবেল, দিদারুল আলম হাসান, মোহাম্মদ ওসমান গনি, শোয়াইব হোসেন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনসারুল হক, দুবাই আওয়ামী লীগের সভাপতি মোজাহের উল্লাহ মিয়া, শফিকুল ইসলাম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ জাহাঙ্গীর, তপন কান্তি শীল, মোহাম্মদ জাহেদুল আলম, আব্দুল মান্নান, মো. ফয়েজ, মোহাম্মদ তারেক, আব্দুর রাজ্জাক, হাফেজ মোহাম্মদ জোনায়েদ, হোসাইন রিম, রেজাউল করিম, মোহাম্মদ নজরুল। শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত কপ২৮ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুবাইয়ের জুবিলী পার্কে অনুষ্ঠিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ড. হাছান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম